বয়স মাত্র এক বছর ১৫২ দিন। এই বয়সেই সে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি বাগিয়ে নিয়েছে।তার নাম এস-লিয়াম নানা স্যাম আনক্রাহ। বাড়ি ঘানা।
স্যামের মা শ্যান্টেল কুকুয়া এঘান নিজেও চিত্রশিল্পী। স্যামের স্বীকৃতি পাওয়া নিয়ে উচ্ছ্বসিত তিনি। এঘান জানিয়েছেন, তার ছেলে এখনই জানে কোন রংয়ের সাথে কোন রং মেশাতে হয়।
এঘানের দাবি, ছেলের বয়স যখন ছয় মাস তখন তিনি সন্তানের প্রতিভার বিষয়টি টের পেয়েছিলেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড (জিডাব্লিউআর) কর্তৃপক্ষ পাঁচ মাসের যাচাই শেষে ২০ মে আনুষ্ঠানিকভাবে স্যামকে এ স্বীকৃতি দিয়েছে।
গিনেজ কর্তৃপক্ষ শর্ত দিয়েছিল, রেকর্ডের জন্য যোগ্য বিবেচিত হওয়ার জন্য স্যামকে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পেশাদার প্রদর্শনীতে অংশ নিতে হবে এবং চিত্রকর্ম বিক্রি করতে হবে।
শর্ত অনুযায়ী স্যামের কাজ পেশাদার মানদণ্ডে বিবেচিত হওয়ার যোগ্যতা থাকার পাশাপাশি কাজগুলো যে তার নিজের সেটির প্রমাণ থাকতে হত।স্যাম এর কাজ গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারির পর্যন্ত ঘানার রাজধানী আক্রার মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রদর্শন করা হয়েছিল।
প্রদর্শনীতে থাকা স্যামের ১০টি চিত্রকর্মের মধ্যে মধ্যে নয়টি বিক্রি হয়েছিল। এমনকি প্রদর্শনীতে অংশ নেওয়া ঘানার ফার্স্ট লেডি রেবেকা আকুফো আদ্দো কর্তৃক পৃষ্ঠপোষকতা পেয়েছিল।